Header Ads

পাইকগাছায় সমাজভিত্তিক পানি পরিশোধন ও বিতরণ কেন্দ্রের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় গিভ টু এশিয়া’র অর্থায়নে এ্যাওসেড এ্যান অর্গানাইজেশন ফর সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় রিভার্স অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রযুক্তির নবনির্মিত সমাজভিত্তিক পানি পরিশোধন ও বিতরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হিতামপুর জেলে পল্লী মন্দির চত্ত¡রে গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। স্বাগত বক্তব্য রাখেন, এ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, গিভ টু এশিয়া’র ইউএসএ প্রতিনিধি শিনা আগার ওয়াল, আইআইআরআর ইন্দোনেশিয়া’র প্রতিনিধি অভি, উইলসন বার্বন, প্রমিলিটা, জিডিএফআই প্রতিনিধি জন, মার্গরিটা, সন্তোগ ফাউন্ডেশনের প্রতিনিধি মারিয়াটি, জুলি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। বক্তব্য রাখেন, এ্যাওসেডের প্রকল্প কর্মকর্তা হেলেন খাতুন ও হিমাদ্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গিভ টু এশিয়া’র প্রতিনিধিরা স্থানীয় মৎস্যজীবী পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.