Header Ads

পাইকগাছার ওসি আমিনুলের কারিশমা : ২৪ ঘন্টার মধ্যেই নাটকীয় ডাকাতি ঘটনার অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার

বিশেষ প্রতিনিধি।।
মানবতায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের পর এবার নাটকীয় ডাকাতি ঘটনার নগদ অর্থ ও স্বর্ণালংকার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করে কারিশমা দেখিয়েছেন পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার বান্দিকাটি গ্রামের জনৈক আব্দুল গফফারের বসত বাড়ীতে নাটকীয় ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ শুক্রবার দুপুরে নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করেন। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, পারিবারিক কলহের জের ধরে পৌরসভার বান্দিকাটি গ্রামের সোবহান মোড়লের ছেলে আব্দুল গফফারের বসত বাড়ীতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে বলে গফফারের স্ত্রী হাজেরা বেগম অপপ্রচার ছড়ায়। ঐ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার আলামত দেখে পুলিশের সন্দেহ হয়। পরে কৌশলগত অবস্থান নিয়ে পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গফফারের স্ত্রী স্বীকার করেন পারিবারিক কলহের কারণে নগদ অর্থ ও স্বর্ণালংকার শুক্রবার সকালে তার চাচাতো চাচীর নিকট দেয়। পরে দুপুরের দিকে তার বাপের বাড়ী উপজেলার নোয়াকাটি গ্রামে ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, এসআই আশিক সহ থানা পুলিশ অভিযান চালিয়ে চাচী নাদিরার নিকট থেকে নগদ লক্ষাধিক টাকা ও আনুমানিক ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অর্থ ও স্বর্ণালংকার গফফারের নিকট বুঝিয়ে দেয়া হয়। ঘটনার পর হতে বিষয়টি সার্বিক পর্যবেক্ষণ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ ইব্রাহিম। উলে­খ্য, ওসি আমিনুল ইসলাম বিপ্লব এর আগে পূর্ণিমা নামে এক অসহায় গৃহবধুর সম্পত্তি উদ্ধার ও বিক্রি করা নবজাতককে তার পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এবার তিনি নাটকীয় ডাকাতির ঘটনার নগদ অর্থ ও  স্বর্ণালংকার উদ্ধার করে কারিশমা দেখিয়েছেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.