Header Ads

পাইকগাছায় জোর পূর্বক চিংড়ী ঘের করার অভিযোগ; মামলায় জমির মালিক জেল হাজতে

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় এক ঘের মালিকের বিরুদ্ধে হারীর টাকা না দিয়ে জোর পূর্বকভাবে চিংড়ী ঘের করার অভিযোগ, উল্টো ভাংচুর মামলায় জমির মালিক জেল হাজতে। এ ঘটনার জন্য দু’টি পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লস্করে।
জানাগেছে, লস্করের উত্তর বিলে পাইকগাছা পৌর সদরের বাসিন্দা আয়ুব আলী মোল্যা-আনিস খাঁ ২’শ বিঘা ও আলমগীর হোসেন টুকু একই আইল সীমানায় ২০ বিঘা সম্পত্তিতে দীর্ঘদিন ধরে চিংড়ী ঘের করে আসছে। বিগতদিনে ঘেরের বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে কয়েকদফা সংঘর্ষ, হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এদিকে ঘের মালিক আয়ুব আলীর মোল্যা ও তার ছেলে বাপ্পী অভিযোগ করেছেন পার্শ্ববর্তী টুকুর ঘেরে তাদের ৮ বিঘা সম্পত্তি রয়েছে। ২০১০ সালে ডিডের মেয়াদ শেষ হবার পরও এ পর্যন্ত প্রতিপক্ষ ঘের মালিক টুকুর কাছে একাধিকবার তাগেদা দেয়ার পরও কোন হারির টাকা দেননি। জমি ছাড়ার কথা বলে আসলে নানা অজুহাত দেখিয়ে সময় ক্ষেপন করে আসছিলেন। জানাগেছে এ সম্পত্তি ও হারির টাকার বিষয়ে থানা পর্যন্ত গড়ালে দু’পক্ষের মধ্যে বসাবসি হবার পর চূড়ান্তপর্যায়ে দু’আইনজীবীর মধ্যস্থতায় মিমাংসা হবার কথা ছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ঘেরে বাসা-বাড়ী ভাংচুর , পশু সম্পদ ক্ষয়ক্ষতি, বাঁধ কাটার অভিযোগ এনে আলমগীর হোসেন টুকু আয়ুব আলীসহ বিভিন্নস্থানের ১৯ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন, যার নং-১৩। টুকু জানান এটা প্রতিপক্ষদের দ্বারা ঘটেছে। এ অভিযোগ সাজানো দাবী করে এ মামলায় নিরীহ ব্যক্তিদের জড়িয়ে হয়রাণী ও মূল ঘটনা আড়াল করার চেষ্ঠা করা হচ্ছে বলে ঘের মালিক আয়ুব আলী ও আনিস খাঁ পাল্টা অভিযোগ করেছেন। এদিকে পুলিশ আয়ূব আলীকে আটক করে সোমবার আদালতে পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.