Header Ads

পাইকগাছায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালার থ্রী স্টার ঘোড়া চ্যাম্পিয়ন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার বাইনবাড়ীয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন শ্রীশ্রী বড় ঠাকুর পূজা উপলক্ষে রোববার বিকালে উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়ীয়া মিস্ত্রীরচক বিলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন এলাকার ৮টি ঘৌড় দলের মধ্যে তালা হাজরাকাটীর থ্রী স্টার ঘোড়া চ্যাম্পিয়ন, পাটকেলঘাটার পাগলা ঘোড়া দ্বিতীয় ও সাতক্ষীরার ঝাউডাঙ্গার বঙ্গবীর তৃতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগিতার দুই ধার হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে কানাই কানাই ভরে যায়। প্রতিযোগিতা শেষে পূজা উদযাপন কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক দেব প্রসাদ সানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, প্রেম কুমারের সহধর্মীনি সুমিতা দাশ, এ্যাডঃ অরুণ জ্যোতি মন্ডল। বক্তব্য রাখেন, এসআই ইয়াকুব আলী, প্রধান শিক্ষক বিভাষ চন্দ্র বাছাড়, ইউপি সদস্য দূর্গা দাশ, নিতাই চন্দ্র মন্ডল, বিরিঞ্চি রায়, সঞ্জিব কুমার মিস্ত্রী ও তরুণ জ্যোতি মন্ডল।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.