Header Ads

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পাইকগাছা কৃষি কলেজের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পাইকগাছা কৃষি কলেজের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। তিনি শুক্রবার সকালে কৃষি কলেজ এলাকায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করার মাধ্যমে বহুল প্রত্যাশিত কৃষি কলেজের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, প্রভাষক ময়েজুর রহমান ময়েজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, বিজন বিহারী সরকার, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, আজহার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুনছুর আলী গাজী, এসএমএ মাজেদ, কাজী আব্দুস সালাম বাচ্চু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ তৈয়েব হোসেন নূর, মোঃ দাউদ শরীফ, হায়দার আলী মোল্লা, গোলাম রব্বানী, মোশাররফ হোসেন মোড়ল, যুবলীগনেতা শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান, আজিবর রহমান, প্রণব কান্তি মন্ডল, জগদীশ চন্দ্র রায়, মিনারুল ইসলাম সানা, উত্তম ঘোষ, আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, আসিফ ইকবাল রনি, জাহিদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস,এম, মশিয়ার রহমান ও রায়হান পারভেজ রনি। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আবু সাদেক। উল্লেখ্য, এর আগে গত ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের প্রতিশ্রুত এ কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ২০১০ সালের ২৩ এপ্রিল কয়রার এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইকগাছায় একটি কৃষি কলেজ স্থাপনের ঘোষণা দেন। ঘোষণার কয়েক বছরের মধ্যে শিববাটী ব্রীজ সংলগ্ন পাইকগাছা-কয়রা সড়কের পাশে উপজেলার লস্কর ইউনিয়নের চকবগুড়া মৌজায় ৭৫ একর ভূমি অধিগ্রহণ করা হয়। একনেকে প্রকল্পটি অনুমোদন হয়ে মুল কার্যক্রম শুরু হওয়ার আগেই পরিকল্পনা কমিশনের এক প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় কৃষি কলেজ স্থাপন প্রকল্পটি পুনঃরায় একনেকে অনুমোদন এবং এ প্রকল্পের অনুকুলে ২৬২ কোটি টাকা বরাদ্দ হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নির্মাণ কাজ করছে এম.এম বিল্ডার্স ঠিকাদারী প্রতিষ্ঠান।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.