Header Ads

পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের পানি সরবরাহের খাল বালু দিয়ে ভরাট করার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছার শরিফা খাতুন নামে এক আইনজীবীর বিরুদ্ধে পৌরসভার ৪নং ওয়ার্ডের পানি সরবরাহের সরকারি খাল বালু দিয়ে ভরাট করে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে পানি নিষ্কাসন ব্যবস্থা বাঁধা প্রাপ্ত হওয়ায় এলাকাবাসীর পক্ষে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অপরদিকে এলাকাবাসী ও আইনজীবী একে অপরের বিরুদ্ধে থানায় একাধিক জিডি করেছেন। এসিল্যান্ড ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ৪নং ওয়ার্ডের জিরোপয়েন্ট সংলগ্ন সড়কের প্রথম কালবার্টের ওখানে সরল মৌজায় পানি সরবরাহের জন্য একটি সরকারি খাল রয়েছে। ৪ ও ৫নং ওয়ার্ডের বর্ষা মৌসুমের পানি উক্ত খাল দিয়ে শিববাটী গেট হয়ে নদীতে নেমে যায়। এদিকে ৪নং ওয়ার্ডের সরল গ্রামের খালের পাশের বাসিন্দা আইনজীবী শরিফা খাতুন উক্ত সরকারি খালটি যাদের কাছে বন্দোবস্ত দেওয়া হয়েছে তাদের নিকট থেকে ক্রয় করে বসতবাড়ী সংলগ্ন সম্পূর্ণ খালটি বালু দিয়ে ভরাট করে টিন দিয়ে ঘিরে নিয়েছেন। এর ফলে এলাকার পানি নিষ্কাসন ব্যবস্থা বাঁধা প্রাপ্ত কিংবা বন্ধ হয়ে যাওয়ায় মেয়র সেলিম জাহাঙ্গীরের নির্দেশনায় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান শরিফা খাতুনের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি এলাকাবাসীর পক্ষে এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, এসএ মোস্তফা জামান মন্টু, মোশারফ গাজী ও বাদশা সানা সহ এলাকাবাসীর অনেকেই শরিফা খাতুনের বিরুদ্ধে থানায় একাধিক জিডি করেছেন। অনুরূপভাবে শরিফা খাতুনও এলাকাবাসীর অনেকের নামে থানায় জিডি করেছে। এ ব্যাপারে কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান জানান, ৪নং ওয়ার্ডের সম্পূর্ণ এবং ৫নং ওয়ার্ডের আংশিক পানি উক্ত খাল দিয়ে নিষ্কাসন হয়। বালু ভরাট করার ফলে বর্তমানে পানি নিষ্কাসন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ ঘটনায় দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে থানায় কমপক্ষে ৮টি জিডি করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সর্বশেষ এসিল্যান্ড মহোদয় যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, সরেজমিন গিয়ে দেখা গেছে খালটি বন্দোবস্ত এবং পরবর্তীতে হাত বদল করা হয়েছে। সর্বশেষ জনস্বার্থ ও মানবিক দিক উপেক্ষা করে বালু ভরাট করা হয়েছে। এ ক্ষেত্রে বন্দোবস্তটি বাতিল এবং ইউএনও মহোদয়ের নির্দেশনায় পানি নিষ্কাসন ব্যবস্থা স্বাভাবিক করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে ফোন বন্ধ থাকায় শরিফা খাতুনের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.