Header Ads

স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছে পাইকগাছার ১৪ হাজার নতুন ভোটার

 


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ

স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছে পাইকগাছার নতুন ভোটাররা। ভোটার তালিকা হালনাগাদ/২০১৯ কার্যক্রমে নিবন্ধিত যাদের জন্ম ০১/০১/২০০২ খ্রিঃ বা তার পূর্বে এমন ভোটাররা এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ। ১৩ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রায় ১৪ হাজার নতুন ভোটারদের মাঝে এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। যার মধ্যে ১৩ ডিসেম্বর পাইকগাছা পৌরসভা, ১৪ ডিসেম্বর হরিঢালী ইউনিয়ন, ১৫ ডিসেম্বর কপিলমুনি, ১৭ ডিসেম্বর লতা, ১৯ ডিসেম্বর দেলুটী, ২০ ডিসেম্বর সোলাদানা, ২১ ডিসেম্বর লস্কর, ২২ ডিসেম্বর গদাইপুর, ২৩ ডিসেম্বর রাড়–লী, ২৪ ডিসেম্বর চাঁদখালী ও ২৬ ডিসেম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদ। নির্ধারিত তারিখে ভোটার নিবন্ধন ¯িøপ (ফরম-০৫) অথবা পেপার লেমিনেটিড জাতীয় পরিচয়পত্র সহ ভোটারদের সকল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট পৌর ভবন এবং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ (মাস্ক পরিধান) করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে বলে উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.