Header Ads

পাইকগাছার ১০ ইউনিয়নে ৬৯২ প্রার্থীর মনোনয়ন জমা

এন ইসলাম সাগর, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি\ 

পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৯২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যার মধ্যে চেয়ারম্যান পদে ৪৯, সাধারণ সদস্য পদে ৪৯২ ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১৫১ জন প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মী, কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়ন জমা দেন। রিটানিং কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানান ১নং হরিঢালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সাধারণ সদস্যপদে ৪৬ ও সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামীলীগের শেখ বেনজির আহমেদ বাচ্চু, বর্তমান ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, ইসলামী আন্দোলনের জিএম কামরুজ্জামান, এসএম জাকারিয়া ও গোলাম মোস্তফা। ২নং কপিলমুনি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সাধারণ সদস্য পদে ৪৮ ও সংরক্ষিত সদস্যপদে ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, জাকের পার্টির শেখ ইফতেখার আল মামুন সুমন, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান, আছাদুল বিশ্বাস, মুজিবুর রহমান ও শেখ নাজমুল হোসেন। ৩নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত সদস্যপদে ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বর্তমান চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল, ইসলামী আন্দোলনের অলি সরদার ও সনজিত সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান-৪নং দেলুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্যপদে ৩৯ ও সংরক্ষিত সদস্যপদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভোলটন মন্ডল, সুপদ রায় ও দ্বিজেন্দ্রনাথ মন্ডল। ৫নং সোলাদানা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭, সাধারণ সদস্যপদে ৪৩ ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের আব্দুল মান্নান গাজী, বর্তমান ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, জাকের পার্টির ইয়াসিন আরাফাত, ইসলামী আন্দোলনের নূর ইসলাম গাজী, কুমদ রঞ্জন ঢালী, রবিউল ইসলাম ও এমএম আজিজুল হাকিম। উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ জানান-৬নং লস্কর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য পদে ৪৮ ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ননীগোপাল মন্ডল, এসএম শাফায়াত সরদার ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম গাইন। ৭নং গদাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সাধারন সদস্যপদে ৪৯ ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের শেখ জিয়াদুল ইসলাম জিয়া, বর্তমান চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন ও শেখ সোহরাওয়ার্দী। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহমেদ জানান-৮নং রাড়লী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩, সাধারণ সদস্যপদে ৪৭ ও সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার ও শাহীন গাজী। ৯নং চাঁদখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সাধারণ সদস্য পদে ৭১ ও সংরক্ষিত সদস্য পদে ১৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম গাইন, প্যানেল চেয়ারম্যান আহসান উল্লাহ, মোস্তা গাউছুল হক, শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও মনিরুল ইসলাম। ১০ নং গড়ইখালী ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬, সাধারণ সদস্য পদে ৬০ ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইসলামী আন্দোলনের ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামাল বন্ধন, শান্ত কুমার মন্ডল ও এ্যাডভোকেট এবিএম এনামুল হক। সম্ভাব্য প্রার্থীরা কোন প্রতিবন্ধকতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দিয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় প্রার্থীদের যাচাই-বাছাই, ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ১১ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।  


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.