Header Ads

সভাপতি শুকুরুজ্জামান- সম্পাদক ফজলুর রহমান ও কোষাধ্যক্ষ - মোশাররফ হোসেন


ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

এন ইসলাম সাগর ঃ

জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছার ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন স্বাস্থ্যবিধি মেনেই উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত 

শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ১ হাজার ৩৪ জন ভোটারের মধ্যে ৯৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। করোনার কারণে নির্বাচন স্কুলের মাঠে স্থান্তর করা হয় এবং ১০টি ভোট কেন্দ্র করায় সাধারণ ভোটাররা স্বাস্থ্যবিধি মেনেই উৎসব মূখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে আনারস প্রতীকে ৫৪৯ ভোট পেয়ে জিএম শুকুরুজ্জামান সভাপতি এবং মাছ প্রতীকে ৫৯২ ভোট পেয়ে আলহাজ্ব শেখফজলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সোহেলরাশেদ জনি (মোটরসাইকেল-৭১৯),কোষাধ্যক্ষ মোশাররফহোসেন (দেয়ালঘড়ি-৩৭২), সদস্য এসএম হাবিবুর রহমান(মই-৭১৮),আবুলকালাম আজাদ(মোবাইল-৬৮৮),সেলিম শাহারিয়া (মোমবাতি-৬৬৭), হারুন অর রশিদ (কলস-৬৪০), গাজী আশরাফুল ইসলাম রাবু (বই-৬৩৯), ইউসুফ সরদার (ডাব-৬২১), রিমন শেখ (টেবিল-৫৩১) ও নূরু গাজী (কাপপিরিচ-৪৯৯)। ভোটার ফরিদা পারভীন জানান, আমি এবারই প্রথম ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে ভোট দিয়েছি। ফাঁকা স্থানে এবং একাধিক ভোট কেন্দ্র করায় খুব সহজেই ভোট দিতে পেরে খুব ভাল লেগেছে। সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস 

হোসেন জানান, বরাবরের মতোই এবারও সমিতির নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, আবু সাঈদ ও শেখ মারুফ উজ জামান।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.