পাইকগাছা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সির ও ভূমি কর্মকতার সাক্ষর জাল করার অভিযোগ। আটক- ১
মামলার বাদী ও মামলা সুত্রে জানাগেছে, উপজেলার বাইনবাড়িয়া গ্রামের রবিন্দ্র নাথ মন্ডলের ছেলে সবুজ মন্ডল ৩০) পাইকগাছা পৌরসভার মহিলা কাউন্সিরের সীল ও সাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়ন পত্রের মাধ্যমে প্রকৃত ওয়ারেশ না হয়ে নামপত্তনের জন্য সহকারী কমিশনার ভূমি আদালতে দেন। পরে সংরক্ষিত মহিলা সদস্য কবিতা রানী দাশ জানতে পেরে সাক্ষর জাল করে জমির নামপত্তনের জন্য সরকারী দপ্তরে দিয়েছে। তাৎক্ষনিক পাইকগাছা থানায় জাল সাক্ষরের ব্যপারে একটি সাধারণ ডায়েরি করেন মহিলা সদস্য। অপর দিকে সহকরারী কমিশনার ভূমি আদালতে রাড়ুলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা লতিফা আক্তারের সাক্ষর ও সিল জাল করে ভুমি উন্নয়ন কর পরিশোধ দেখিয়ে রশিদ প্রদান করেন। এ ঘটনায় লতিফা আখতার জানান, আমি ১৯ মার্চ গদাইপুর ইউনিয়নে যোগদান করেছি। ৪ মার্চ আমার সাক্ষর দেখানো হয়েছে । এটি সম্পূর্ণ জাল করা হয়েছে। পৌরসভার প্যনেল মেয়র ও সংরক্ষিত সদস্য কবিতা রানী দাশ বলেন, আমার সিল ও সাক্ষর জালকরে পাইকগাছা পৌরসভার প্যড ব্যবহার করায় আমি পাইকগাছা থানায় সাধারণ ডায়রী করি। পাইকগাছ থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, বাতিখালীর মনরঞ্জন মন্ডলের ছেলে অমিয় কুমার মন্ডল বাদী হয়ে থানায় ৮ জনের নাম উল্লেখ করে জাল জালিয়াতির মামলা করে।পাইকগাছা থানার মামলা নং১৯তারিখ ১৪/৫/২২ । সেই মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনজির জানান আমিরুল ইসলাম চঞ্চল নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই