Header Ads

মৃত্যুর কাছে হেরে গেলেন সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধু প্রীতিলতা


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কাছে হেরে গেলেন মাস্টার্স পড়–য়া গৃহবধু প্রীতিলতা মন্ডল। তিনি বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। প্রীতিলতা পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের ধীরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে। প্রীতিলতা ৪নং ওয়ার্ড সরল গ্রামের ব্র্যাক কর্মী গোপাল মন্ডলের স্ত্রী। পারিবারিক সূত্রে জানাগেছে, স্বামী ও শিশু সন্তান সহ প্রীতিলতা গত শনিবার বিকালে মোটরসাইকেল যোগে স্বামীর কর্মস্থল সাতক্ষীরার কালিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। আশাশুনির বড়দল ব্রিজ পার হওয়ার পর হঠাৎ একটি গরু তাদের বাইকের সামনে এসে ধাক্কা দেয়। এতে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় গৃহবধু প্রীতিলতা। প্রীতিলতা প্রচন্ড আঘাতপ্রাপ্ত হলেও শিশু পুত্রকে নিজের বুক দিয়ে আগলে রেখেছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সাতক্ষীরা সদর এবং পরবর্তীতে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বৃহস্পতিবার আবু নাসের হাসপাতালে স্থান্তর করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মৃত্যুর কাছে আত্মসমর্পন করে গৃহবধু প্রীতিলতা।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.