Header Ads

পাইকগাছা পৌরসদরের নালিশী সম্পত্তি নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বিরোধ চরমে; দু’পক্ষের বিরুদ্ধে দখল পাল্টা দখলের অভিযোগ


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছা পৌরসদরের নালিশী সম্পত্তি নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়েছে। বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে ঘটছে দখল পাল্টা দখলের ঘটনা। এ নিয়ে নির্বাহী আদালতে মামলা ও থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরল গ্রামের মৃত মুফতি মাওলানা জহির উদ্দিন এর ছেলে মর্ডান বেকারী মালিক ব্যবসায়ী আলহাজ¦ আমিনউল্ল্যাহ আজিজ ও বাতিখালী গ্রামের মৃত সুলতান গাজীর ছেলে ব্যবসায়ী আল মুনসুর এর মধ্যে এ বিরোধ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী আলহাজ¦ আমিনউল্ল্যাহ আজিজ জানান, আমি ২০০৩ সালে উপজেলা পরিষদের সামনে সরল মৌজায় স্থানীয় ফণী গাইন ও তার স্ত্রী শেফালী রাণীর নিকট থেকে কোবলা দলিল মূলে ১৭৫/১৭৬ খতিয়ানে এস এ ৭৯০/৭৩৫(হাল-৯৪২)দাগে সোয়া ৮ শতক জমি ক্রয় করে ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ পূর্বক শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছি। নালিশী সম্পত্তির পিচের রাস্তার পাশে রয়েছে ৪তলা ভবন এবং পশ্চিমপাশে টিনসেড এর ঘর সহ খালি জায়গা রয়েছে। আমি জরুরী প্রয়োজনে কয়েকদিন ভারতে ছিলাম এ সুযোগে আল মুনসুর ও তার লোকজন বৃহস্পতিবার রাতের আধারে নালিশী জমি জবর দখল করার চেষ্টা করে।  এ সময় তারা গাছপালা কেটে ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় আমার ম্যানেজার হারুন অর রশিদ বাদি হয়ে প্রতিপক্ষ আল মুনসুর সহ ৫/৭ জন কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করে। এ নিয়ে সোমবার থানা-পুলিশ শালিসী বৈঠকের ব্যবস্থা করলে প্রতিপক্ষরা থানায় হাজির হয়নি এবং তাদের দাবিকৃত সম্পত্তি অত্র দাগে নয় বলে দাবি করেন ব্যবসায়ী আলহাজ¦ আমিনউল্ল্যাহ আজিজ। অপরদিকে ব্যবসায়ী আল মুনসুর দাবি করেন আমি ১৫/০৬/২০২২ ও ২৮/০৬/২০২২ ইং তারিখে দুটি কোবলা দলিল মূলে সরল মৌজায় এস এ ১৭৫ বুজরত ৯৬৬ খতিয়ানে এস এ ৭৩৩ থেকে ৭৪১ দাগে ১ একর সম্পতির মধ্যে থেকে ০.০৩৮৪ একর জমি ক্রয় করি। ব্যবসায়ী আমিনউল্ল্যাহ আজিজ আমার ক্রয়কৃত সম্পত্তি অবৈধ ভাবে দাবি করার চেষ্টা করে আসছে। যে কারনে আমি নালিশী সম্পত্তিতে নিষেধাজ্ঞা চেয়ে প্রতিপক্ষ আমিনউল্ল্যাহ আজিজ এর বিরুদ্ধে নির্বাহী আদালতে ৪৪৫/২০২২ নং এমআর মামলা করি। মামলায় বিজ্ঞ আদালত স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশনা দেন। এ নির্দেশনা উপেক্ষা করে মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আমিনউল্ল্যাহ আজিজ তার লোকজন নিয়ে নালিশী সম্পত্তিতে নির্মাণ কাজ করে। এছাড়া প্রতিপক্ষের ক্রয়কৃত সম্পত্তি ভিন্ন দাগে বলে দাবি করেন ব্যবসায়ী আল মুনসুর। নালিশী সম্পত্তি নিয়ে যাতে  আইনশৃঙ্খলার অবনতি না ঘটে এব্যাপারে থানা পুলিশ সতর্ক রয়েছে  এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করা হয়েছে বলে ওসি জিয়াউর রহমান জানিয়েছেন।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.