Header Ads

 দৃশ্যমান মানুষকে সেবা করতে হবে....সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ

নিজস্ব প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অত্র এলাকার কৃতি সন্তান তপন কান্তি ঘোষ বলেছেন, দেশের সকল মানুষের কল্যাণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনা করেছিলেন। তিনি বলেন, সব ধর্মেই কল্যাণের কথা বলা হয়েছে। স্রষ্টার সৃষ্টি দৃশ্যমান মানুষকে সেবা করতে পারলেই স্রষ্টার সান্নিধ্য লাভ করা সম্ভব। তিনি শনিবার সকালে জন্মস্থান পাইকগাছা পৌর সদরের রামকৃষ্ণ সেবাশ্রম চত্বর ও বাইশারাবাদ আশ্রয়ণ প্রকল্পের দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজ পিতা-মাতার নামীয় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা’র সভাপতিত্বে ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বক্তব্য রাখেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সেবাশ্রমের সাধারণ সম্পাদক জগন্নাথ সানা, সহকারী অধ্যাপক স্বপন ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পূর্ণচন্দ্র মন্ডল, প্রভাষক মোমিন উদ্দীন, শিমুল বিল্লাহ, সুনীল মন্ডল, বৃন্দাবন দত্ত, শংকর কর্মকার, সঞ্জিব রায়, হেমেন্দ্রনাথ গাইন। পৃথক দুটি অনুষ্ঠানে ৫ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.