Header Ads

পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত-৩

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক যাত্রী সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। রোববার সকাল ৮টার দিকে শিবসা ব্রিজের নীচে যাত্রীবাহী ইজিবাইক ব্রেক ফেল করে উল্টে গেলে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। ইজিবাইক চালক ভিলেজ পাইকগাছা গ্রামের ইনছার আলী গাজীর ছেলে আকবার আলী (৫৭) বলেন, দূর্ঘটনার দিন সকালে উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে সোলাদানার বেতবুনিয়ার দিকে যাচ্ছিলাম। শিবসা ব্রিজ থেকে নামার সময় ব্রিজের ¯েøাপ অনেক বেশি নীচু হওয়ায় ইজিবাইকের ব্রেক কেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে আমি সহ দুই জন যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামের আনসার গাজীর ছেলে নির্মাণ শ্রমিক খায়রুল ইসলাম (৪৫) জানান, নির্মাণ কাজ করতে ইজিবাইক যোগে সোলাদানার চারবান্ধায় যাচ্ছিলাম। পথিমধ্যে ব্রেক ফেল করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্টে গেলে আমি গুরুতর আহত হই। তার বাম হাত এবং বাম পা ভেঙ্গে যাওয়া সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম হয়েছে বলে খায়রুলের পরিবার জানান।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.