Header Ads

পাইকগাছা দীর্ঘ ২৮ বছর পর মানিকতলায় ঈদ উপলক্ষে গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি॥ কেউ তৈলাক্ত কলাগাছ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন, কেউ ঝুড়িতে বল নিক্ষেপ করছেন, কেউ-বা লাঠি দিয়ে আঘাত করে হাঁড়ি ভাঙছেন। এ ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী নানা খেলায় মেতে উঠেছিলেন গোপালপুর মানিকতলা ঈদগাহ ময়দানে। ঈদ উপলক্ষে দু’দিনব্যাপী ঈদ আয়োজন গ্রামীণ খেলাধুলা মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলার আয়োজন করা হয়।
 
 দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ফিরিয়ে আনলেন আয়োজক কমিটি, যার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দু’দিন ব্যাপী এ আয়োজনে শিশু, কিশোর ও বয়স্কদের জন্য ছিলো বিভিন্ন খেলাধুলার আয়োজন, ছিলো মহিলাদের জন্যও বিভিন্ন ইভেন্ট। তবে এ আয়োজনে শুধু মুসলিম সম্প্রদায় নয়, সকল সম্প্রদায়ের শিশু কিশোররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দু’দিন ব্যাপী এ আয়োজনে পুরস্কার  বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মাহফুজুল হক কিনু, তুহিন, মহাসিন, মুস্তাফিজ, রিমু, রাসেল, আলাউদ্দিন, মাসুম, জালাল, শাকিল, নায়িম, রকিবুল, খায়রুল, এহসানসহ আরো অনেকে। দীর্ঘ ২৮ বছর পর এ আয়োজন অনুষ্ঠিত হওয়ায় আয়োজক কমিটি এবং মেরিন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিয়াজকে ধন্যবাদ জানান অতিথি ও এলাকাবাসী।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.