পাইকগাছা কয়রার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন সাবেক এমপি নুরুল হক
চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
আধুনিক পাইকগাছা কয়রা গড়ার উন্নয়নের রুপকার ছিলেন সাবেক এমপি এডভোকেট শেখ মোঃ নুরুল হক। তিনি নব্বই দশকে দুঃসময়ে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করেন। পাশাপাশি দুই উপজেলার প্রতিটি এলাকা উন্নয়নের আওতায় নিয়ে আসেন। তিনি দুই বার সংসদ সদস্য ছিলেন। এমন কোন এলাকা নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া নাই। তিনি তার কর্মের মাঝে পাইকগাছা কয়রার মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। সোমবার সকালে দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নুরুল হক নিয়ে এমন স্মৃতি চারণ করেন দলীয় নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি এডভোকেট সোহরাব আলী সানা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি পুত্র ও জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমীরণ সাধু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব মুনছুর আলী গাজী, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, আওয়ামী লীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, নির্মল মন্ডল, শেখ হেদায়েত আলী টুকু, নির্মল অধিকারী, বিভূতি ভূষণ সানা, বিজন বিহারী সরকার, গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, জি এম ইকরামুল ইসলাম, ভূধর চন্দ্র বিশ্বাস, মশিউর রহমান, মৃন্ময়, তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, অখিল কুমার মন্ডল, শেখ রাজু আহমেদ, পবিত্র মন্ডল, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সুব্রত সানা, জুলি শেখ, নাজমা কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার। দোয়া অনুষ্ঠান পরিLচালনা করেন মাওলানা তারেক মাহমুদ। অনুরূপভাবে বিকালে মরহুমের পুরাইকাটীস্থ বাসভবনে পারিবারিক ভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাবেক এমপি পুত্র আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ আফসার আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শেখ আব্দুল ওহাব, শেখ সেলিম, আলাউদ্দিন, শেখ মাসুদুর রহমান, শেখ সোহরাওয়ার্দী, মাহফুজ হক কিনু, শেখ তোফায়েল আহমেদ তুহিন, তৌফিক হোসেন তাজ, কারী লিয়াকত আলী, মুজিবুর রহমান মোড়ল, ছাত্রলীগ নেতা শেখ আশফাকুল ইসলাম সম্পদ, আশরাফুল ইসলাম শামস, ইয়াসিন আরাফাত ও রাকিব। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।
কোন মন্তব্য নেই