Header Ads

পাইকগাছা পৌরসভায় প্রশাসক ইউসুপ আলী

পাইকগাছা পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী। বিসিএস ২৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে উপসচিব পদমর্যাদায় কর্মরত। স্থানীয় সরকার মন্ত্রণালয় পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর সহ দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করেছে। আপাতত অপসারণ করা হচ্ছে না পৌরসভার কাউন্সিলরদের। নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.