Header Ads

পাইকগাছায় সেবা ও জনকল্যাণমুলক কাজে অগ্রণী ভ‚মিকা পালন করছে আদর্শ সংঘ ক্লাব

 

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় সেবা ও জনকল্যাণমূলক কাজে অগ্রনী ভ‚মিকা পালন করছে গদাইপুর ইউপি’র মানিকতলা আদর্শ সংঘ ক্লাব। ক্লাবটি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক কাজ করে প্রশংসা কুড়াচ্ছে। খেলাধুলাসহ ইসলামিক চেতনায় বাৎসরিক ওয়াজ মাহফিল, ঈদের নামাজের আয়োজন, ইফতার পার্টি, ইসলামিক লাইব্রেরী স্থাপনসহ রাস্তাঘাট ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করে এলাকায় সাড়া ফেলেছে। খুলনার পাইকগাছায় আদর্শ সংঘ ক্লাব জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে সোমবার সকালে গদাইপুর ইউনিয়নের মানিকতলা ঈদগাহ পাশ্ববর্তী রাস্ত্ািটর নাজুক অবস্থার সৃষ্টি হয়, সেখানে রাস্তাটি যাতে ধসে না পড়ে এজন্য রাস্তার পাশে মাটি ভরাটের কাজ স্বেচ্ছাশ্রমে মেরিন ইঞ্জিনিয়ার রিয়াজুলের নেতৃত্বে ডক্টর মোঃ আব্দুল গফুর, ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম, আলম, মাসুম, আসাদুল ইসলাম, নাঈম, তাসিন, শাকিল, রাকিব, রাজা, নেওয়াজ, হাসান, জাহাঙ্গীর, বাবুল, আলাদিন, গোলাম রসুল, রিপন, ইমরুল ও মাসুদ সহ আরো অনেকে করে যাচ্ছে। এছাড়াও মানিকতলা হতে বিভিন্নস্থানে বৃক্ষরোপন কর্মসূচিও পালন করে। আর এ কাজে ক্লাবের সদস্যরা আর্থিকভাবে সহযোগিতা করে নিজ উদ্যোগে এসব জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। ক্লাবের পৃষ্টপোষক মেরিন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানান-গোপালপুর আদর্শ সংঘের তরুন ও প্রবীন সদস্যরা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে গরীবদের সহযোগিতা, কন্যাদ্বায়গ্রস্থ পরিবারকে সহায়তা, বন্যা কবলিতদের সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজ করছে। 


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.