Header Ads

পাইকগাছা উপজেলা যুবদলের আয়োজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

পাইকগাছা প্রতি‌নি‌ধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের উপর সন্ত্রাসী আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক  নির্মম ও পৈশাচিক হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপত্ব করেন পাইকগাছা উপজেলা যুবদলের সিনিয়র  যুগ্ন আহবায়ক এস এম মোহর আলী, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন : ডা: আব্দুল মজিদ এমবিবিএস সভাপতি পাইকগাছা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি:বাবু তুষার কান্তি মন্ডল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাইকগাছা উপজেলা বিএনপি।মোস্তফা মোড়ল সদস্য সচিব পৌর বিএনপি, আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক পাইকগাছা উপজেলা বিএনপি। এড, সাইফুদ্দিন সুমন যুগ্ন আহবায়ক পৌর বিএনপি।  উপস্থিত ছিলেন : মেসের আলি সানা, আবুল কাশেম, টি এম সুমন, মারুফুল হক প্রিন্স,  বক্তব্য রাখেন, যুবদলের হুরায়রা বাদশা,প্রভাষক মনিরুজ্জামান মনি,সরজিত ঘোষ দেবেন,  আজারুল গাজী,বিএম আকিজ উদ্দিন,নাজমুল হুদা মিন্টু,জামিলুর রহমান রানা,আরিফুল ইসলাম,  রায়হান পারভেজ টিপু, আবু সুফিয়ান, সামাদ হাসান,শহিদুর রহমান শহীদ,রাসেল হুসাইন, জাহাঙ্গীর হোসেন, কুদ্দুস গোলদার,আবু হানিফ মিলন, ওবায়দুল্লাহ সরদার,রাজেশ রায়, আসাদুজ্জামান মামুন,মাসুম হাজরা,ইদ্রিস খা,জুলফিকার জুলু,রবিউল মোড়ল,আহসান, হান্নান গাজী,বাহারুল ইসলাম,ফরহাদ হোসেন, শাহরিয়ার, আফতাব হোসেন, মাহবুব, আরিফ,মামুন গাজী,ওসমান,বাপ্পী মোল্লা,  নুর আলী গোলদার,শাহীন মোড়ল,লুতফুর মেম্বার

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.