"আহাম্মক" (দৈনিক পাইকগাছা সাহিত্য পাতা)
"আহাম্মক"
সুরাইয়া ইসলাম (পাইকগাছার মেয়ে)
জানতে ইচ্ছা করে,দক্ষতা ছাড়া
সততা শক্তিশালী হয়েছে কি কভু ?
তবুও সততা ছাড়া দক্ষতা মূল্যহীন ৷
দাম্ভিকতা পরিহার না করে
কেও কি পেরেছে
সর্বশ্রেষ্ট প্রমান করতে ?
তবুও মুক্তমন ছাড়া বিশ্বাস
স্থাপন শক্তিহীন ৷
সমস্যা ছাড়া "সম্ভাবনা"
কখনও হয়েছে কি ?
তবুও বুদ্ধিমানরা অন্যের অপেক্ষায়
না থেকে কাজে লেগে থেকে
হয়েছে করুণাহীন ৷
যুক্তিসঙ্গত কথা ছাড়া সহজে
অন্যরা অনুপ্রাণিত হয় কি ?
তবুও আহাম্মকরাই ভুলের পুনরাবৃত্তি করে অপুরণীয় ক্ষতির কারণ হয়ে, হয়েছে বিশ্বাসহীন ৷
কোন মন্তব্য নেই