Header Ads

যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের যুগ্ম-সচিবের পাইকগাছার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত এলাকা পরিদর্শন

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের যুগ্ম-সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোঃ শাহ আলম সরদার। তিনি মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে প্রস্তাবিত দুটি এলাকা পরিদর্শন করেন। প্রথমে তিনি শিবসা ব্রীজ সংলগ্ন কাঁকড়াবুনিয়া মৌজার বালুর মাঠ ও পরে তিনি বোয়ালিয়া বিএডিসি খামার সংলগ্ন হিতামপুর মৌজার প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে যুগ্ম-সচিব শাহ আলম বলেন, বর্তমান সরকার খেলাধূলার উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে দেশের খেলাধূলার মান একদিকে যেমন বৃদ্ধি পেয়েছে, অপরদিকে বিভিন্ন খেলাধূলায় দেশের জয় নিশ্চিত হচ্ছে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæত শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এ প্রকল্পের ২য় ফেইজ-এ অত্র উপজেলায় একটি দৃষ্টিনন্দন শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রস্তাবিত দুটি এলাকা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে যে জায়গা উপযোগী মনে করা হবে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হলে খুব দ্রæত সময়ের মধ্যেই সেখানেই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হবে। স্টেডিয়ামের একটি আধুনিক মানের ভবন, খেলোয়াড়দের জন্য ড্রেসিং ও বাথরুম থাকবে। মনোরম পরিবেশে খেলাধুলা উপভোগ করার জন্য দর্শনার্থীদের জন্য থাকবে দৃষ্টিনন্দন বেঞ্চ। স্টেডিয়ামটি নির্মাণ হলে এলাকার ছেলে-মেয়েরা নানা ধরণের খেলাধুলার সুযোগ পাবে উল্লেখ করে তিনি প্রকল্পের কাজ দ্রæত গতিতে এগিয়ে নিতে এলাকার জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সার্ভেয়ার সাকিরুল ইসলাম ও ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা শেখ মোঃ তাহিদুল ইসলাম।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.