Header Ads

পাইকগাছায় কঠোর বিধিনিষেধের মধ্যেও ২ দিনে ২১ জনের করোনা পজেটিভ;

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :   কঠোর বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও পুলিশ। বিধিনিষেধ কার্যকর করতে উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৬টি মামলায় ৫ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। এদিকে বিধিনিষেধের মধ্য দিয়েও প্রতিদিন বেড়ে চলেছে সংক্রমণের হার। গত ২ দিনে ২১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। বুধবার দিনভর বিধিনিষেধ কার্যকর করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হক এবং ওসি এজাজ শফী পৌর সদর, গড়ইখালী, লস্কর ও গদাইপুর বাজার সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ৪টি মামলায় ৪ জন মটর সাইকেল চালককে ৪ হাজার টাকা জরিমানা, মাস্ক ব্যবহার না  করায় ২টি মামলায় ১ হাজার ২শ টাকা জরিমানা করেন। প্রশাসন ও পুলিশ যৌথভাবে কঠোর অবস্থানে থাকায় অতিতের যে কোন সময়ের চেয়ে এ বারের বিধিনিষেধ অনেক বেশি কার্যকর হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.