Header Ads

আজ পাইকগাছা-কয়রার সাবেক এমপি নূরুল হক এর প্রথম মৃত্যুবার্ষিকী


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আজ ২৯ জুলাই  পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক এর প্রথম মৃত্যুবার্ষিকী। প্রবীন এ সাবেক সংসদ সদস্য ২০২০ সালের ২৯ জুলাই কোভিড পজেটিভ নিয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যদিও ২৩ জুলাই  শেখ মোঃ নূরুল হকের কোভিড ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসে। বর্ষীয়ান এ রাজনৈতিক নেতা ১৯৪০ সালে পাইকগাছা উপজেলার পুরাইকাটী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করেন। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হলেও ১৯৯৬ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক দুই বারের এ সাংসদ পাইকগাছা-কয়রায় ব্যাপক উন্নয়ন করেছেন। ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেন। ওই সময় তিনি আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার উপাধি লাভ করেন। এদিকে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.