Header Ads

পাইকগাছায় ভারী বর্ষণে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা; নদীতে চলে গেছে কাঁচা ঘর-বাড়ি


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :  পাইকগাছায় ভারী বর্ষণে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। তলিয়ে গেছে চিংড়ি ঘের ও আমন বীজতলা সহ ফসলী জমি। প্রায় ১০টি ঘর ভেঙ্গে নদীতে চলে গেছে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও। মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর ভারী বর্ষণ হয়। এতে পৌরসভা, গদাইপুর, রাড়–লী, চাঁদখালী, লস্কর, কপিলমুনি ও হরিঢালী সহ বিভিন্ন ইউনিয়নের নি¤œ অঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। টানা ভারী বর্ষণের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অনেক রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি হয়। অসংখ্য চিংড়ী ঘের, আমন বীজতলা ও ফসলী জমি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাড়–লী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, ইউনিয়নের নি¤œ অঞ্চল চিংড়ি ঘের ও আমন বীজতলা তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া রাতে রাড়–লীর মালোপাড়ার ৮/১০টি মাটির ঘর অতিবর্ষণের ফলে ভেঙ্গে কপোতাক্ষ নদে চলে গিয়েছে। বিভিন্ন এলাকার তলিয়ে যাওয়ার খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে দ্রæত পানি নিষ্কাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.