Header Ads

পাইকগাছায় জোর পূর্বক বসত বাড়ি দখলের অভিযোগে সৎ ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন


পাইকগাছায় সৎ ভাইয়ের বিরুদ্ধে বসত বাড়ির জমি ঘর দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের মৃত আমিন উদ্দীনের পুত্র মোঃ মিজানুর সরদার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতার নিকট থেকে হেবা দলিলে পাওয়া মঠবাটী ও বাইশার আবাদ মৌজায় ২২/১১/২০০৬ইং তারিখে ৪.৭৭একর সম্পত্তি প্রাপ্ত হই। 

এর পর থেকে আমার সৎ ভাই সায়েদ সরদার ও আলাউদ্দিন সরদার ও তাদের সহযোগিরা জোরপূর্বক জবর দখলের পায়তারা করতে থাকে। যার প্রতিকার পাওয়ার জন্য পাইকগাছা থানায় একাধিক সাধারণত ডায়েরি করেছি। একারণে আমার সৎ ভায়েরা আমার ও আমার স্ত্রীকে মারপিট করে মারাত্মক জখম করে।  পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার  পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করা হয়। এখন আমরা সৎ ভাইয়ের ভয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভূগছি। সর্বশেষ গত ৮আগষ্ট সকাল ১১টায় তারা আবারও আমাদের বসত বাড়িতে জোরপূর্বক কুড়াল দিয়ে ঘরের তালা ভেঙে ঘরের ভীতরের আসবাব পত্র ভাংচুর করে এবং বাহিরে ছুড়ে ফেলে দেয়। এমনকি ঘরে রাখা ৮৮হাজার টাকা ও কয়েক ভরি সোনার গহনা রক্ষিত ছিল কিন্তু ঘরে উঠতে  দিচ্ছে না। নিরুপায় হয়ে আবারও ৮/৮/২১ইং তারিখ পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করি,যার নং-৪৬৭। থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে কিছু বিধিনিষেধ দিলেও তা অমান্য করে পুনরায় বাঁশ খুটি পুতে আবারও দখল করার পায়তারা করছে। তারা এখন আমাদের বসত বাড়ি দখল করে বসবাস করছে আর আমরা  প্রতিবেশীদের বাড়িতে রাত্রি যাপন করছি। তারা অসহায় হয়ে আকুতি করেছে,সংবাদ পত্র সহ সকল মিডিয়ায় আমাদের উপর সৎ ভাইয়ের জুলুম,অত্যাচার ও জোরপূর্বক বসত ঘর দখল থেকে পরিত্রাণ এর সহায়ক ভূমিকা রাখবে। তিনি মিডিয়ায় লেখনির মাধ্যমে দেশবাসী ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবী জানান।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.