Header Ads

লোনাপানি গবেষণা কেন্দ্রের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে অফিস ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। এরপর সকাল ৭টায় কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু-কিশোরদের ভার্চুয়াল চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সকাল ১১টায় আলোচনা সভা, দুপুরে কেন্দ্রের জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রের উপ-পরিচালক মোঃ কামরুল হক, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, শফিকুল আলম রুবেল, মোঃ হাশমী সাকিব, মোঃ মিজানুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহমেদ, প্রধান সহকারী আব্দুল লাহেল বাকি, ক্ষেত্র সহকারী মুজিবর রহমান, খন্দকার সাকিব হোসেন, মাসুদুর রহমান, আব্দুর রশিদ ও কেয়ারটেকার হুমায়ুন কবির। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ রইসুল ইসলাম।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.