পাইকগাছায় আওয়ামীলীগ নেতা সমিরণ সাধুর পাল্টা সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষের থানায় জিডি সহ সংবাদ সম্মেলনে আনীত অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সমীরণ সাধু। বুধবার বেলা সাড়ে ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আ`লীগের সিনিয়র সহ সভাপতি সমীরন কুমার সাধু। এ সময় উপস্হিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের জেলার নেতা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সাধারন সম্পাদক ও অা`লীগের যুগ্ম সাধারন সম্পাদক অানন্দ মোহন বিশ্বাস, নির্মল অধিকারী, বিভুতি ভুষন সানা, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, পিযুষ সাধু, উত্তম কুমার সহ অনেকে। লিখিত সংবাদ সম্মেলনে সমীরন কুমার সাধু জানান, গত ১১ ই অাগস্ট হিতামপুর মৌজার এস এ ৩৭৮ খতিয়ানের রেকর্ডীয় মালিক মুকুল মোড়ল দিংদের কাছ থেকে ১ একর ৩৩ শতক সম্পত্তি সর্বোচ্চ মুল্যে ক্রয় করে নিজের অনুকুলে নিয়েছে। এ সম্পত্তির বর্তমান হাল সন পর্যন্ত কর খাজনা পরিশোধ রয়েছে। কিন্তু পূর্বের অবৈধ দখলদার হিতামপুরের হাবিব মোড়লের ছেলে মাকছুদুর রহমান দীর্ঘদিন যাবত হারীর টাকা না দিয়ে ভোগ দখল করে আসছিল। বর্তমানে সে দখলচ্যুত হয়ে অামার রাজনৈতিক ভবিষ্যত ও সমাজে মান সন্মান ক্ষুন্ন করতে সংবাদ সম্মেলন করে মনগড়া মিথ্যা তথ্য তুলে ধরেছে। এমনকি ১৬ ই অাগস্ট অামি সহ মুকুল মোড়ল ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলে মাকছুদুর রহমান একটি জিডি করে, যার নং ৯৪০। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্হল তদন্ত করে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে রিপোর্ট দিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি, মাকছুদুর রহমানের সকল অানীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহব্বান জানান। এ সময় পশ্নোত্তর পর্বে অা`লীগের যুগ্ম সাধারন সম্পাদক অানন্দ মোহন বিশ্বাস সাংবাদিকদের দৃষ্টি অাকর্ষন করে বলেন, জায়গা জমি ব্যাক্তিগত বিষয় কিন্তু অাওয়ামীলীগ ও পূজা উদযাপন পরিষদকে জড়িয়ে মাকছুদুর রহমানের কথিত অভিযোগের তিনি নিন্দা জানান। উল্লেখ্য এর অাগে একই দাগ খতিয়ানের জমি নিয়ে মাকছুদুর রহমান সমীরন সাধু ও মুকুল গংদের নামে সংবাদ সম্মেলন করেন।
কোন মন্তব্য নেই