Header Ads

পাইকগাছার ৯ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ ও ২ স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

 

এন ইসলাম সাগর, পাইকগাছা: দু ’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পাইকগাছার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত ও দুইটি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছে। দুপুরের দিকে একটি কেন্দ্রে জাল ভোট প্রদানের চেষ্টা করলে পুলিশ এক রাউন্ড ফাকা গুলি বর্ষন করে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় প্রাথমিক ভাবে দুই জনকে আটক করা হয়। সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালের দিকে বৃষ্টির কারনে ভোট প্রদান কিছুটা বিঘিœত হলেও বৃষ্টি থামার পর ভোটারদের উপস্থিতি বেড়ে যায়। এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। দুপুরের দিকে চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া কেন্দ্রে এক ভোটার জাল ভোট প্রদানের চেষ্টা এবং হট্রগোল করার চেষ্ট করলে পুলিশ এক রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি স্বাভাবিক করে। এছাড়া তেমন কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। দুপুরের পর গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট কেন্দ্রে ভোট প্রদান করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭জন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। কপিলমুনি ইউনিয়নে আওয়ামী লীগের কওসার আলী জোয়াদ্দার নৌকা প্রতীকে পুনরায়, লতা ইউনিয়নে নৌকা প্রতীকে কাজল কান্তি বিশ্বাস, দেলুটি ইউনিয়নে নৌকা প্রতীকে রিপন কুমার মন্ডল পুনরায়, সোলাদানা ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মান্নান গাজী, লস্কর ইউনিয়নে নৌকা প্রতীকে কেএম আরিফুজ্জামান তুহিন পুনরায়, গদাইপুর ইউনিয়নে নৌকা প্রতীকে শেখ জিয়াদুল ইসলাম জিয়া, রাড়ুলী ইউনিয়নে নৌকা প্রতীকে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, চাঁদখালী ইউনিয়নে চশমা প্রতীকে শাহজাদা ইলিয়াস ও গড়ইখালী ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুস সালাম কেরু নির্বাচিত হয়েছেন। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.