Header Ads

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রধান শিক্ষককে মারপিট


 পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী কর্তৃক প্রধান শিক্ষককে মারপিটের ঘটনা ঘটেছে। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া মিনাজচক গ্রামে সরদার বাড়ীর পারিবারিক মন্দিরে গাছ লাগানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এলাকার নারীদের মধ্যে গোলোযোগ সৃষ্টি হয়। এ ঘটনার সূত্র ধরে সকাল সাড়ে ৯টার দিকে খড়িয়া মিনাজচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র সরদার (৫৮) স্কুল চলাকালীন সময়ে প্রয়োজনীয় কাজে স্কুলের বাইরে আসলে প্রতিবেশী প্রতিপক্ষ মৃত গোপাল সরদারের ছেলে দেবব্রত সরদার খোকন প্রধান শিক্ষক মহাদেবকে বেদম মারপিট করে। এতে শিক্ষক মহাদেব গুরুতর আহত হয়। পরে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের সহযোগিতায় স্থানীয় লোকজন আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন জানান, আমি স্কুলে যাওয়ার পরে দেখি প্রধান শিক্ষক মহাদেব অনেকটাই অসুস্থ। পরে জানতে পারি তাকে কে যেন মারছে। এ সময় আমি শিক্ষক মহাদেবকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে শিক্ষকের পরিবার জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.