Header Ads

পাইকগাছায় এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ খুলনা ডিভিশনের উদ্যোগে এতিম শিশুদের একবেলা উন্নত মানের খাবার পরিবেশন

 
এই প্রথম আমাগি কেও বিরেনি খাওয়ালো-এতিম শিশু ইস্রাফিল 
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  প্রান্তিক জনপদ। নিকটেই সুন্দরবন সংলগ্ন শিবসা নদী। এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। অভাব-অনটন আর শিক্ষার হার সম্প্রতি বাড়লেও বাল্যবিয়েসহ সামাজিক ও পারিবারিক বিরোধের কারণে বিবাহ বিচ্ছেদের সংখ্যাও বেশি। বিবাহ বিচ্ছেদ এবং গভীর সমুদ্রে ও সুন্দরবনে মাছসহ জীবিকা নির্বাহ করতে গিয়ে বহু কর্মক্ষম ব্যক্তি মারা যাওয়ার কারণে অনেক সন্তান হয়ে পড়ে অনাথ। আর এসব অনাথ শিশুদের অধিকাংশকেই পাঠানো হয় মাদরাসায়। তেমনি একটা মাদরাসা গড়–ইখালী তা’লিমুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিম খানা। যে মাদ্রাসাটি স্থাপিত হয় দেশ স্বাধীন হওয়ার পরপরই। ওই মাদ্রাসার এতিম শিশুদের একবেলা উন্নতমানের খাবার ও পোশাকের ব্যবস্থা করেছে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ খুলনা ডিভিশনের বন্ধুরা। গড়–ইখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর উপস্থিতিতে শুক্রবার জুম্মাবাদ অত্র মাদ্রাসায় ৪ জন অনাথ শিশুদের হাতে পাঞ্জাবী তুলে দেয়া হয় ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ উদ্যোগকে স্বাদুবাদ জানিয়েছেন চেয়ারম্যান, মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকার সাধারণ মানুষ।
    কাঁদো কাঁদো কন্ঠে ই¯্রাফিল নামে এক এতিম শিশু বলে-এই প্রথম আমাগি কেও বিরেনি খাওয়ালো ও নতুন জামা কিনি দিলো, আমরা সবাই খুশি। একবেলা ভালো খাবার পেয়ে আনন্দিত এতিম শিশুরা। ই¯্রাফিল, মহিবুল্লাহসহ একাধিক শিশুর সঙ্গে কথা হয়। তারা জানায়, দ্বীনের শিক্ষা নিতে তারা মাদরাসায় পড়ছে। পরিবারের পক্ষ থেকে টাকা পয়সা দিতে পারে না। তাই এই এতিমখানা তাদের ঘরবাড়ি। এখানে খাবার মোটামুটি মানের। এদিন ভালো খাবার খেয়ে তারা আনন্দিত। গড়–ইখালীর নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম কেরু বলেন-এ ধরনের আয়োজনে আমি মুগ্ধ হয়েছি। এতিমদের একবেলা উন্নতমানের খাবার পরিবেশন সত্যিই প্রশংসনিয়। এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের খুলনা ডিভিশনের এ উদ্যোগকে স্বাদুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানান। 
    প্রতিমাসে আমরা খুলনা ডিভিশনের কোন না কোন এতিম খানায় শিশুদের একবেলা উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে আমাদের এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য আরো ভালো ভালো উদ্যোগ নেয়া হবে বলে জানায় এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের খুলনার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন শাওন, বোরহান সবুজ, বাছিরন নাজিরা, ‌হোসাইন সাইফুল্লাহ ও সাংবাদিক মোঃ নজরুল ইসলাম সাগরসহ খুলনা ডিভিশনের সদস্যরা।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.