পাইকগাছায় মরহুম সাবেক এমপি নুরুল হকের কবর জিয়ারত করলেন নব গঠিত ছাত্রলীগ নেতৃবৃন্দ
পাইকগাছা প্রতিনিধিঃ নবগঠিত পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এসএম তানভির রহমান রাসেলের নেতৃত্বে মরহুম সাবেক এমপি অালহাজ্ব শেখ মোঃ নূরুল হকের কবর জিয়ারত করা হয়েছে। বুধবার সকালে ছাত্রলীগ নেতৃবৃন্দ মরহুমের পুরাইকাটিস্থ পারিবারিক কবরস্থানে হাজির হয়ে দোয়া ও কবর জিয়ারত করেন। এ সময় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের মাসুম বিল্লাহ, শেখ লিয়াকত অালী, ফারজান পারভেজ রুমি, রুবেল সরদার, ওয়াহেদুজ্জামান, হাবিব, ফয়সাল, রনি, ইমরান, শাকিব ও সাঈদসহ অার অনেকে।
কোন মন্তব্য নেই