Header Ads

চাকরির খবর- রেলে খালাসি পদে, পদ সংখ্যা ১০৮৬, প্রস্তুতি


নিয়োগ পরীক্ষার প্রস্তুতি যেভাবে
খালাসি পদে চাকরি পাবেন ১০৮৬ জন
খালাসি পদে ১০৮৬ জনকে চাকরি দেবে রেলওয়ে। চতুর্থ শ্রেণির এই পদের কর্মচারীরা বেতন পান জাতীয় বেতন স্কেলের ২০তম গ্রেডে। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলেই আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২৬ জানুয়ারি ২০২২। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে খালাসি পদের নিয়োগ প্রক্রিয়া, প্রশ্নপদ্ধতি ও প্রস্তুতি নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত চতুর্থ শ্রেণির পদ (স্থায়ী) ‘খালাসি’। পাবনা ও লালমনিরহাট ছাড়া বাকি সব জেলা থেকে এক হাজার ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে এ পদে। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হলেই আবেদন করা যাবে। অনলাইনে (http://br.teletalk.com.bd) আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ ডিসেম্বর ২০২১ থেকে, চলবে ২৬ জানুয়ারি ২০২২ পর্যন্ত। আবেদন ফি ৫৬ টাকা।


পরীক্ষা পদ্ধতি

বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে। প্রথমে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা, সময় ৬০ মিনিট। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার নম্বর বণ্টন—বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১৫ নম্বর। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ করে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.