Header Ads

এবার এলাকাবাসীকে হয়রানীর অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : হয়রানী করার অভিযোগে মানববন্ধনের পর এবার ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে জমির মালিক ও এলাকাবাসীর পক্ষে লিখিত সংবাদ সম্মেলন করেন ঘোষাল গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে আসলাম সরদার। তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ঘোষাল গ্রামের মৃত মোকছেদুর রহমানের ছেলে কামাল আহমেদ শহীদ নেওয়াজ (টিপু গাজী) একজন মামলাবাজ ও ষড়যন্ত্রকারী ব্যক্তি। তিনি খুলনায় অবস্থান করে এলাকার কচুবুনিয়া, মঠবাটী, ভ্যাটকা, ঘোষাল, চককুলতলা ও বয়রা মৌজায় যাদের জমি রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে আসছে। টিপু গাজী তার নিজস্ব আইনজীবীর মাধ্যমে যে লিগ্যাল নোটিশ প্রদান করেন সেখানে অকথ্য খারাপ ভাষা ব্যবহার করে এলাকার সুধী মহলকে হেয় করা হয়। তিনি এলাকাবাসীর নামে দেওয়ানী ৩৯/১০ ও ৫৩/১৭ সহ একাধিক মামলা করেছেন। এ মামলায় খুলনায় যাওয়া-আসা করতে নিরিহ মানুষের আর্থিক ব্যয় সহ চরম ভোগান্তি হয়। মৌজাগুলোতে প্রাপ্য জমির থেকে পেশি শক্তির বলে সাধারণ মানুষের অনেক বেশি জমি দখলে রেখেছে। সম্প্রতি তিনি ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলামের নামেও লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। তার হয়রানী থেকে জনপ্রতিনিধি, জমি ও ঘের মালিক সহ কেউ রক্ষা পাচ্ছে না। এছাড়া গত ১৯ ফেব্রæয়ারী দৈনিক জন্মভ‚মি পত্রিকায় “চাঁদাবাজীর অভিযোগ ঘের মালিকরা বিল কমিটির নিকট জিম্মি” শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রত্যাখ্যান করা হয়। একই সাথে ব্যবসায়ী টিপু গাজীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.