অাওয়ামীলীগ সরকারের আমলে একটি লোকও অসুস্থ,অভুক্ত ও গৃহহীন থাকবে না - এমপি বাবু
এন ইসলাম সাগর, পাইকগাছা: খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান এ মানবিক সরকারের আমলে একটি লোকও অসুস্থ, অভুক্ত ও গৃহহীন থাকবেনা।পাইকগাছায় অসুস্থদের মাঝে প্রধান মন্ত্রী প্রদত্ত চেক বিতারণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার বিদ্যুৎ কুমার সাহা,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,কওছার আলী জোয়ার্দার, আব্দুল মান্নান গাজী,শংকর দেবনাথ,স্নেহেন্দু বিকাশ ও নির্মল চন্দ্র অধিকারী । বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৯ জনকে মানবিক সহায়তার ১৫ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই