Header Ads

পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠান কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে  উপজেলা সদরের দুটি প্রতিষ্ঠান কে ওজন ও পরিমাপ মানদন্ড -২০১৮ আইনের আওতায়  বিপুল পরিমাণ এ আর্থিক দন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নেতৃত্বে  উপজেলা প্রশাসন ও বিএসটিআই খুলনা যৌথভাবে  উপজেলা সদরের বিভিন্ন জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পেট্রোল প্রতি ১০ লিটারে ৫২০ মিলি কম দেওয়ার অপরাধে পৌরসভার সরলস্থ আসিফ ফিলিং স্টেশন কে ৮০ হাজার টাকা এবং ডিজেল প্রতি ১০ লিটারে ৪৫০ মিলি কম দেওয়ায় জিরোপয়েন্টস্থ উজ্জ্বল সরদারের জয় মা এন্টারপ্রাইজ কে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনার পরিদর্শক মোঃ রাকিব ইসলাম ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম। 


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.