শারদিয় দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছা কয়রার ২১৮ টি পূজা মন্দিরে অনুদান প্রদান করলেন পাইকগাছা কয়রার সাবেক সাংসদ মরহুম এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের জেষ্ঠ্য পুত্র জেলা আওয়ামীলীগ নেতা আলীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, মঙ্গলবার সন্ধায় পাইকগাছাস্থ নিজ বাসভবনে দু উপজেলার পূজা পরিষদের সভাপতির নিকট অনুদানতুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা পুজা সভাপতি এড, অম্বিকা চরন সানা,সম্পাদক দিলিপ চন্দ্র, পাইকগাছা পুজা পরিষদের সভাপতি সমিরন সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বস, নির্মল চন্দ্র অধিকারি, এড, কমলেশ সানা ভাইস চেয়ারম্যান কয়রা অজিত বিশ্বাস, পাইকগাছা, আলীগ নেতা আব্দুল আজিজ মোড়ল, মেম্বর মোবারক হোসেন, প্যানেল চেয়ারম্যান খোরশেদুজ্জামান,
কোন মন্তব্য নেই