খুলনায় শপথ নিলেন ৩৬ উপজেলার চেয়ারম্যান
খুলনা বিভাগের সাত জেলার ৩৬ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
খুলনার স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন, জেলা
প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধিশালী দেশ গড়ে তোলার সব পরিকল্পনা ও কর্মসূচি সুষ্ঠুভাবে পালন এবং জনঅংশগ্রহণে ক্ষুধা-দারিদ্র, মাদক ও অনিয়ম-দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই