পাইকগাছায় গ্রামের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় কেঁককাটা, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গ্রামের কাগজের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেঁককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রামের কাগজের প্রতিনিধি এসএম আলাউদ্দিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, ষোলআনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক শাহীন ইকবাল সহ প্রেসক্লাব ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।
কোন মন্তব্য নেই