Header Ads

শান্তিও সম্পৃতি বজায় রাখার জন্য সমাজ থেকে মাদক ও দুর্নীতি নির্মূল করতে হবে... অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহীম

পাইকগাছা প্রতিনিধি :
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য মাদক প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে। মাদক একদিকে স্কুলগামী ছেলে-মেয়ে ও যুব সমাজকে ধ্বংস করছে, অপর দিকে মাদকের কারণে বহুমাত্রিক অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এমনকি মাদকের ভয়ানক ছোবলে দুর্নীতি বাড়ার পাশাপাশি মারাত্মকভাবে সামাজিক ও পারিবারিক স¤প্রতি বিনষ্ট করছে। তিনি আরো বলেন, সরকারের সাথে একত্বতা পোষণ করে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদকের এই যুদ্ধে সফল হলে দেশ থেকে মাদক নির্মূল হওয়ার পাশাপাশি নানা অপরাধের প্রবণতা কমে আসবে। সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তিও সম্পৃতি। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশ এখন শুধু আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কাজ করছে না। দুর্নীতি ও কোচিং বাণিজ্যের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করছে। তিনি কর্মরত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু ময়না তদন্তের মাধ্যমে প্রতিটি অপমৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে হবে এবং রাস্তায় গাছ ফেলে যারা ছিনতাই ও সাধারণ মানুষের চলাচল বিঘিœত করছে তাদের বিরুদ্ধে চিরনী অভিযান পরিচালনা করতে হবে। তিনি বুধবার সকালে পাইকগাছা থানা পরিদর্শন ও থানায় কর্মরত পুলিশের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি এমদাদুল হক শেখ, সেকেন্ড অফিসার আবু সাঈদ সহ থানার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.