Header Ads

ঢাকা ওয়াসা ও ওয়াটার এইড প্রতিনিধিদের নবলোকের পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় নবলোকের পাইপ লাইনে পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা ওয়াসা’র চিফ ইঞ্জিনিয়ার সহ ওয়াটার এইডের প্রতিনিধি বৃন্দ। প্রতিনিধিরা শনিবার দুপুরে পৌরসভার সরল দীঘিরপাড়স্থ পাইপ লাইন সহ পৌরসভার বিভিন্ন স্থানের পানি সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। প্রতিনিধিবৃন্দরা হলেন, ওয়াটার এইড বাংলাদেশের ডিপিপিএ লিয়াকত আলী, ঢাকা ওয়াসা’র চিফ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, ওয়াটার এইডের প্রজেক্ট ম্যানেজার বাবুল বালা, সুমন কান্তি নাথ, সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মীর মেহেদী হাসান, ওয়াস ফর আরবান পুয়োর প্রজেক্ট ম্যানেজার অখিল চন্দ্র দাশ, অধিপরামর্শের উর্দ্ধতন কর্মকর্তা সানজিদা জাহান আশরাফী। উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান ও গাজী আব্দুস সালাম।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.