Header Ads

উপজেলা নির্বাচনে দায়িত্ব অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে...ইউএনও জুলিয়া সুকায়না

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী সহ নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের জন্য স্থানীয় প্রশাসন থেকে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনে যাতে কোন অনিয়ম ও কারচুপি না হয় এ জন্য তিনি নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনী ও গ্রাম পুলিশকে সঠিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করার আহŸান জানান। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকারের সব পক্ষের ম্যাসেজ রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট সহ প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ভোটাররা কোন প্রকার বাঁধা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এজেন্ট ও ভোটার ছাড়া বহিরাগত কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। নির্বাচনে কোন প্রভাবশালী নেতার কথা শোনার প্রয়োজন নেই। নির্বাচন শতভাগ ফেয়ার হবে। কেউ যদি নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত প্রকল্পের আওতায় গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান ও সরকারি কলেজে সহকারী প্রিজাইডিংদের প্রশিক্ষণ অনুষ্ঠানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন। ভাতা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মহিদুল ইসলাম, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, গ্রাম আদালত সহকারী নাজমুন নাহার ও বাবুল আক্তার। অনুষ্ঠানে উপজেলার ৮৪জন গ্রাম পুলিশকে ৬৭ হাজার ২শ টাকা উৎসাহ ভাতা প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.