পাইকগাছার ইমি ঢাবি’র শামসুন নাহার হল ছাত্রসংসদে স্বতন্ত্র ভিপি নির্বাচিত
বিশেষ প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) এবং হল
সংসদ নির্বাচনে শামসুন্নাহার হলের সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী
হিসেবে নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সামাজিক সংগঠন স্লোগান ৭১ এর
সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমি। ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের
অধিকার আদায়ে কাজ করে ঢাবিতে আলোচিত হয়েছিলেন।
ইমি ইতোপূর্বে সাধারণ শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন হলের বিভিন্ন সমস্যা নিয়ে যেমন-হলের সামনে বহিরাগত গাড়ি
পার্কিং নিষিদ্ধকরণ, হলের সামনে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ এবং
ছাত্রীদের নিরাপত্তাকে সর্বাগ্রে প্রাধান্য দেয়া, রিডিংরুম এবং হল
অভ্যান্তরে কলাবসিবল গেইট ২৪ ঘন্টা খোলা রাখা, তিন ভবনে অগ্নি নির্বাপক
স্থাপন, হলের ভবনগুলোয় ২৪ ঘন্টা পানির সরবরাহ নিশ্চিত করা, হলের আয়-ভ্যায়ের
খাত ছাত্রীদের সামনে তুলে ধরা, ডায়নিং-ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি ও
মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের মায়েদের হলে প্রবেশের ব্যবস্থা করা,
গেস্টরুমের প্রবেশাধিকারে পুরোপুরিভাবে রোধকরণ, হলের স্টোরের দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণ, হল অভ্যন্তরে ফার্মেসি ও হল পরিচ্ছন্ন রাখতে সকল পদক্ষেপ গ্রহণ। ইমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক
সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১ এর সাধারণ সম্পাদক, বাঁধন শামসুন
নাহার হল ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায়
অংশ নিয়ে সফলতা অর্জন করেছেন।
ইমি খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের কৃতি সন্তান।
ইমি খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের কৃতি সন্তান।
কোন মন্তব্য নেই