Header Ads

পাইকগাছা উপজেলা নির্বাচনে আ’লীগের স্বতন্ত্র প্রার্থী মনিরুলের গণসংযোগ: সর্বদলীয় মানুষের ঢল

বিশেষ প্রতিনিধি : আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের অন্যতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা শেখ মনিরুল ইসলাম মঙ্গলবার সকাল থেকে উপজেলার কপিলমুনিতে গণসংযোগ করেছেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল ব্যাপকভাবে। প্রসঙ্গত, শেখ মনিরুল ইসলাম খুলনা-৬(পাইকগাছা-কয়রা) সাবেক সফল এমপি আলহাজ্ব শেখ নূরুল হকের জেষ্ঠ্য পুত্র ও জেলা আওয়ামীলীগ ও স্থানীয় পাইকগাছা উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটির সদস্য। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ নূরুল হক মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। এরপর চলতি উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছা থেকে আ’লীগের দলীয় মনোনয়ন চান তার জেষ্ঠ্য পুত্র শেখ মনিরুল। ধারণা করা হচ্ছিল, স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে মনোনয়ন বোর্ড শেখ মনিরুল ইসলামকে মনোনয়ন দিবেন। তবে সর্বশেষ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা আ’লীগের আহ্বায়ক ও জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলীকে দলীয় মনোনয়ন নিশ্চিত করলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন মনিরুল। ইতোমধ্যে তফসীল অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সর্বশেষ রোববার নির্বাচনী এলাকায় ফিরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন প্রান্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সর্বশেষ আরো ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে গণসংযোগে ব্যস্ত রয়েছেন। এ তালিকায় আরো রয়েছেন, উপজেলার আ’লীগের উপজেলা সদস্য সচীব সাবেক উপজেলা চেয়ারম্যান মো: রশীদুজ্জামান মোড়ল ও ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। নির্বাচনে বিরোধী দলের কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় একই দল আ’লীগের ৪ প্রার্থীর মধ্যে চতুর্মূখী প্রতিদ্বন্দ্বীতার আশা করছেন সাধারণ ভোটাররা। ঠিক এমন পরিস্থিতিতে শেখ মনিরুল ইসলাম প্রচার প্রচারণা ও গণসংযোগে এখন পর্যন্ত অনেকটাই এগিয়ে রয়েছেন। কপিলমুনিতে গণসংযোগকালে তার সাথে ছিলেন,হরিঢালী আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী ও কপিলমুনি বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা, কপিলমুনি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন মোল্ল্যা, আ’লীগ নেতা পরমানন্দ মন্ডল,যুবলীগ নেতা আসলাম হোসেন প্রমূখ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.