Header Ads

পাইকগাছায় বিদেশে লোক পাঠানোর কথা বলে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী -স্ত্রী গ্রেফতার

 

পাইকগাছায় বিদেশে লোক পাঠানোর কথা একাধিক যুবকের কাছ থেকে  লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক চক্রের বিরুদ্ধে মাবব পাচার আইনে মামলা হয়েছে। গড়ইখালী ইউপি'র মৃতঃ ইছহাক সরদারের ছেলে মোনায়েম হোসেন বাদী হয়ে থানায় এ মামলাটি করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এ মামলার আসামী আখিনুর ( স্বপন) ও শিল্পী  দম্পতিকে গ্রেফতার করেছেন। এদের বাড়ী মাগুরা জেলার শ্রীপুর থানার কালীনগর গ্রামে।

 মামলা ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানাগেছে, আখিনুর ইসলাম স্বপন ও খুলনার মুসলমান পাড়া হাবিবুর রহমান (নাদিম) (বিদেশে অবস্থানরত) সহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিদেশে চাকুরী দেবার কথা বলে কৌশলে  কয়েজজন বেকার যুবকের কাছ থেকে  লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত প্রতারক চক্রটি সরাসরি নগদ, এসএ পরিবহন,খুলনা ডাচবাংলা শাখা,অনলাইন ও পোস্ট অফিস সহ বিভিন্ন মাধ্যমে পর্যায় ক্রমে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। মালয়েশিয়ায় অবস্থানরত গড়ইখালীর ইছহাক সরদারের ছেলে মোস্তফা সরদার মোবাইলে জানান,পরিচয়ের সুত্র ধরে আখিনুর-হাবিবুর এ প্রতারক চক্রটি বেলজিয়াম যাবার কথা জাল ভিসা দিয়ে  আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে নেয়। এরপর আবারও কয়েক লাখ টাকা নিয়ে আমাকে নদী পথে মালয়েশিয়ায় নিয়ে যাবার প্রস্তাব দিলে রাজি না হওয়ায় পরবর্তীতে আমাকে ৭-৪- ১৭ সালে বিমানে মালয়েশিয়ায় নিয়ে যান। মোস্তফা অভিযোগ করেন এ চক্রটি বন্দিশালায় ফেলে আমাকে মারপিট করে পাসপোর্ট কেড়ে নেয়। এক সময় আমি এদের বন্দিশালা থেকে পালিয়ে এসে সমস্ত ঘটনা পরিবারকে খুলে বলি। এ ছাড়া প্রতারক চক্রটি বাঁকার

সেলিম রেজা,শামিম গাজী সহ একাধিক শিক্ষিত যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এ  ঘটনায় মোস্তফার ভাই মোনায়েম সরদার বাদী হয়ে আখিনুর মোল্লা,(পিতা খেলাফত মোল্লা) তার স্ত্রী শামিমা আফরিন শিল্পী, হাবিবুর রহমান,আহাদ বিল্লা, আব্দুল্লাহ আল মামুন, নাছির উদ্দীন, ফারুক, সাগর আহম্মেদ সহ ৯ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় মামলা করেছেন,যার নং ১৬। এদের বাড়ী খুলনা,মাগুরা,কুমিল্লা সহ বিভিন্ন স্থানে। এদিকে সোমবার রাতে  অভিযান চালিয় ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফুল আলম মাগুরা থেকে এ মামলার ১ ও ৩ নং আসামী আখিনুর দম্পতিকে গ্রেফতার করেছেন। থানায় মামলা ও দু'জন গ্রেফতারের কথা বলে ওসি মোঃ এজাজ শফী বলেন প্রতারক চক্রের কবলে পড়ে ভিকটিম সহ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.