দেবাশীষ ফুটবল একাডেমীর পরিচালককে সংবর্ধনা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসি কোচিং সার্টিফিকেট অর্জন করায় দেবাশীষ ফুটবল একাডেমীর পরিচালক দেবাশীষ সানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঝে পাইকগাছা উপজেলা খেলোয়াড় সংস্থার পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করে। সাবেক কৃতি ফুটবলার তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল ওহাব বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রনজু, পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক ফুটবলার রঞ্জন সরকার। বক্তব্য রাখেন, অজিয়ার রহমান, নূরুল ইসলাম, ফয়সাল রাসেদ সনি ও রাসেল রাজা।
কোন মন্তব্য নেই