Header Ads

পাইকগাছায় অধ্যক্ষ রবিউল ইসলামের সরকারি বেতন ভাতা বন্ধ করেছে মন্ত্রণালয়


সুমন, (ঢাকা) এডমিন-২ :
খুলনার পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যক্ষ রবিউল ইসলামের গত সেপ্টেম্বর এবং চলতি অক্টোবরের বেতন ভাতর সরকারি অংশ বন্ধ করেছে মন্ত্রণালয়। উল্লেখ্য অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের ১৫টি অভিযোগের মধ্যে ৫টির সত্যতা পেয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। তার প্রেক্ষিতে গত ১ মার্চ অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ জারি হয়। আদেশে অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য গভর্নিং বডিকে নির্দেশনা প্রদান করেন মন্ত্রণালয়। দৈনিক শিক্ষায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গত ২৭ আগষ্ট ২০২০ তারিখ ৩৭.০০.০০০০.০৭০.৭৭.০০১.১৮.৪৭ নং স্মারক মোতাবেক তদন্ত কর্মকর্তার মতামতের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি কলেজ-৬ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর পূর্বের ১ মার্চ ২০২০ তারিখের স্মারক নম্বর মোতাবেক ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম এর বিরুুেদ্ধ আনিত অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় উপ-পরিচালক সাধারণ প্রশাসন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশক্রমে অনুরোধ করে অধ্যক্ষের এমপিও বন্ধ করা হয়। তার প্রেক্ষিতে গত সেপ্টেম্বর ও চলতি অক্টোবরের বেতনভাতা বন্ধ করা হয়।  উল্লেখ্য, গত বছরের ২৮ জানুয়ারি ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলামের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন কলেজটির সহকারী অধ্যাপক ও শিক্ষক-প্রতিনিধি শেখ রুহুল কুদ্দুস ও সহকারী অধ্যাপক সুধাংশু কুমার মন্ডল। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাউশি খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনর রশিদ এবং উপ-পরিচালক (কলেজ) এস কে মোস্তাফিজুর রহমান অভিযোগের তদন্ত করেন। তদন্তে ১৫টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষ রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে আদেশ জারি করে।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.