Header Ads

পাইকগাছার দেলুটিতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ফান্ড গঠন


 
এসএসসি ফলাফলের উপর ভিত্তি করে একজন শিক্ষার্থী দুই বছর মেয়াদী এ সহায়তা পাবে
 
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :  পাইকগাছার দেলুটী ইউনিয়নের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ফান্ড গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর পরামর্শে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের তত্ত¡াবধায়নে দেলুটী ইউনিয়ন পরিষদ ১ লক্ষ টাকার ব্যতিক্রমী এ শিক্ষাবৃত্তি ফান্ড গঠন করেছে। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ২০১৯-২০ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা শীর্ষক থোক হইতে দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়নের ভিত্তিতে দেলুটী ইউনিয়ন পরিষদের অনুকূলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৭০ হাজার টাকার বিশেষ বরাদ্দ পেয়েছি। এর সঙ্গে ইউনিয়ন পরিষদের আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক পরিষদের নিজস্ব তহবিল হইতে ৩০ হাজার টাকা যুক্ত করে সর্বমোট ১ লাখ টাকার শিক্ষা বৃত্তি ফান্ড গঠন করেছি। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার লিখিত ভাবে শিক্ষাবৃত্তি ফান্ড গঠনের অনুমোদন দিয়েছেন। ইউপি চেয়ারম্যান রিপন বলেন, ফান্ডটি ১ লাখ টাকা দিয়ে শুরু করা হলেও আগামীতে এটি বড় ধরণের একটি ফান্ড করার পরিকল্পনা রয়েছে। ফান্ডটি গঠনকল্পে উপজেলা নির্বাহী অফিসার সহ পরিষদের যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, এটি একটি ব্যতিক্রমী শিক্ষাবৃত্তি ফান্ড। ইউনিয়ন পরিষদ ভিত্তিক এর আগে কখনো কোন ইউনিয়ন পরিষদের এ ধরণের ফান্ড রয়েছে বলে আমার জানা নাই। এটি সম্পূর্ণ নতুন একটি উদ্যোগ। ফান্ডটি ইউনিয়ন পরিষদ দ্বারা পরিচালিত হবে। তবে আর্থিক ভাবে চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিব দ্বারা ব্যাংক হিসাবটি পরিচালিত হবে। ফান্ডের মূল অর্থ কোন ভাবেই খরচ করা হবে না। ফান্ডে প্রতিবছর যে মুনাফা আসবে সেটি দিয়ে এসএসসি ফলাফলের ভিত্তিতে এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি হিসেবে সহায়তা প্রদান করা হবে। একজন শিক্ষার্থী দুই বছর মেয়াদী এ সহায়তা পাবে। এ ধরণের সহায়তা পেলে এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার আগ্রহ সৃষ্টি হবে এবং অর্থাভাবে গরীব পরিবারের যেসব মেধাবী সন্তানরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না তাদের জন্য শিক্ষা বৃত্তি ফান্ড সহায়ক ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে শুধুমাত্র দেলুটী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বা নাগরিক যারা তারাই কেবল মাত্র এই শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য আবেদন করতে পারবে। দেলুটী ইউনিয়নকে অনুসরণ করে এ ধরণের তহবিল গঠনে অত্র উপজেলার অন্যান্য ইউনিয়ন সহ দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.