Header Ads

কয়রায় এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প


প্রতিনিধি: উপকূলীয় অঞ্চল কয়রা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী নানা রোগে আক্রান্ত হয়েও অনেকে প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে চিকিৎসকের কাছে যেতে পারেন না। ফলে তারা দুর্ভোগে শেষ থাকে না। তাদের এই দুর্ভোগ দূর করতে ২৬ মার্চ জাতীয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কয়রা উপজেলার চৌকুনী কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রান্তিক এলাকার সংগঠন ‘এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল’ আয়োজন করেছে “দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্ত গ্রুপিং নির্ণয়” কর্মসূচী। কর্মসূচীর সার্বিক সহযোগীতায় ছিলো সুন্দরবন নার্সিং হোম। তিন শতাধিকের বেশি প্রান্তিক মানুষকে ব্লাড গ্রুপিং এবং দুই শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেক রোগীকে বিনামূল্যে মাস্ক বিতরণ দেয়া হয়।

এদিন সকালে ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন (সবুজ)। মেডিকেল ক্যাম্পের সাথে একত্রতা প্রকাশ করে দিনব্যাপী বিনামূল্যে প্রান্তিক জনগোষ্ঠীদের সেবা দিয়েছেন ডাঃ তারেক ইমরান (এম.বি.বি.এস (ঢাকা), পিজিটি (ঢামেক))।

এছাড়া ক্যাম্পে আরো সেবা দিয়েছেন সংগঠনের উপদেষ্টা নিমাই চন্দ্র মন্ডল (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মহারাজপুর) , অরুন কুমার সরকার (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মহেশ্বরীপুর) এবং সুন্দরবন নার্সিং হোম এর দায়িত্ব থাকা মেডিকেল এসিস্ট্যান্ট ওলিওয়ার রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কয়রা ব্লাড ব্যংকের সভাপতি মোস্তাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রভাত বিশ্বাস (নয়ন) ও সহ-সভাপতি মাহমুদুল হাসান সহ সংগঠনের সদস্যবৃন্দ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.