Header Ads

অবশেষে পাইকগাছায় করোনা রোগীদের জন্য স্থাপন করা হলো অক্সিজেন ব্যাংক ও হাইফ্লো নেজাল ক্যানোলা


শুক্রবার থেকে যাত্রা শুরু; ইউএনও’র কার্যক্রম পরিদর্শন

এন,ইসলাম সাগর পাইকগাছা (খুলনা) :

অবশেষে সম্পন্ন হলো কোভিড রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজাল ক্যানোলা স্থাপন কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনের পুরাতন একটি কক্ষে ২০ বেডের করোনা রোগীদের জন্য বিশেষায়িত এ ইউনিটের কার্যক্রম শুক্রবার থেকে শুরু করা হয়েছে। যদিও এটি পরবর্তী যেকোন সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে বলে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে। অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজাল ক্যানোলা স্থাপন কার্যক্রম সম্পন্ন হওয়ায় শুক্রবার বিকালে নতুন এ সেবা কার্যক্রমের ইউনিটটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মাহমুদা হক জুঁই, ডাঃ মৃন্ময়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং সরবরাহকারী প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর কাজী মোর্তজা আলী এহসান। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান-বর্তমানে বিশ্বজুড়ে মহামারি করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ভারতের ভয়াবহ অবস্থা দেখছি। অক্সিজেন এর অভাবে মানুষ মরে সাবার হয়ে যাচ্ছে। আমাদের দেশে এমন পরিস্থিতি হোক এটা আমরা কখনো চাই না। কিন্তু আমাদের প্রস্তুতি থাকা উচিত, বিশেষ করে জেলা শহর থেকে আমাদের উপজেলার অবস্থান  প্রায় ৭০ কিলোমিটার দূরত্ব। এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড রোগিদের জন্য বিশেষ কোন সেবার ব্যবস্থা ছিলো না। আল্লাহ না করুক ভারতের মতো পরিস্থিতি আমাদের এখানে হলে রক্ষা পাওয়ার কোন ব্যবস্থা ছিলো না। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন মহোদয়ের সার্বিক তত্ত¡াবধানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজাল ক্যানোলা স্থাপন করতে সক্ষম হয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই নতুন একটি ছোট্ট ভবন নির্মান করা হয়েছে যেটি অক্সিজেন সিলিন্ডার ব্যাংক স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনের পূর্ব পার্শ্বের একটি কক্ষে হাইফ্লো নেজাল ক্যানোলা স্থাপন করা হয়েছে। এখানে ২০ টি বেড রয়েছে। সার্বক্ষনিক ২০ জন করোনা রোগী বিশেষায়িত এ সেবা পাবে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় অত্র উপ-প্রকল্পের নাম দেয়া হয়েছে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাইফ্লো নেজাল ক্যানোলা (এইচএফএনসি)। এর প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার ৫৭১ টাকা। অর্থায়ন করছে জাইকা ও বাংলাদেশ সরকার ও উপজেলা পরিষদ। এটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী জানান-১৪ হাজার লিটার অক্সিজেন দিয়ে এটির যাত্রা শুরু করা হয়েছে। এই মুহুর্তে এটি কোভিড রোগীদের জন্য করা হলেও পরবর্তীতে অন্যান্য সাধারণ রোগীরাও বিশেষায়িত এ সেবা পাবে। বর্তমানে বিশেষায়িত এ ইউনিটে কোন কোভিড রোগী না থাকলেও উপস্বর্গ নিয়ে ৪জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যারা আজ থেকে বিশেষায়িত এ সেবার আওতায় এসেছে। 


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.