Header Ads

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কোরআন খতম পাঠের উদ্বোধন

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১০০ বার কোরআন খতম শুরু করা হয়েছে। শেখ হেলাল উদ্দীন এমপি’র মাতা রিজিয়া নাসের ও আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি’র মাতা ফাতেমা খানম সহ মৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় এমপি বাবু’র তত্ত¡াবধায়নে ও ছাত্রলীগের সহযোগিতায় পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ এ কোরআন খতম এর আয়োজন করেছে। ৪ মে ২১ রমজান থেকে ১০ মে ২৭ রমজান পর্যন্ত খতম পাঠ অব্যাহত থাকবে। মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে কোরআন খতম পাঠ এর উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান ও মাজহারুল ইসলাম মিথুন। কোরআন খতমে অংশগ্রহণ করেছে বাসষ্ট্যান্ড আরাবিয়া কারীমিয়া কওমী মাদরাসার হাফেজ ছাত্ররা। 


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.